thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

চাটমোহরে সাংবাদিক ছুরিকাহত, আটক ১

২০১৩ নভেম্বর ০৬ ০৯:৪৫:৩৬
চাটমোহরে সাংবাদিক ছুরিকাহত, আটক ১

পাবনা সংবাদদাতা : জেলার চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার প্রধান প্রতিবেদক শেখ সালাউদ্দিন ফিরোজকে (৪৭) এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফিরোজ চাটমোহর বাসস্ট্যান্ড এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।

মঙ্গলবার রাত একটার দিকে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আলম হোসেন (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

আহত ফিরোজের পারিবারিক সুত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় বাইরে থেকে কাজ শেষে বাসস্ট্যান্ড সংলগ্ন বাসায় প্রবেশের সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পিছন থেকে ফিরোজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তার চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটায় রাতেই ফিরোজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন জানান, বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ফিরোজের অপারেশন করা হয়। তার ডান কান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রয়োজনে তাকে ঢাকায় নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী জানান, হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহত সাংবাদিকের দেয়া তথ্য অনুযায়ী আলম হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। আলমের বাড়ি উপজেলার লাউতিয়া গ্রামে। সকাল আটটা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি বলে জানান ওসি।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর