thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মঙ্গলবারের নতুন বই

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২১:০৫:৩৫
মঙ্গলবারের নতুন বই

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে জানা যায়, অমর একুশে গ্রন্থমেলার ১৮তম দিনে মঙ্গলবার নতুন বই এসেছে ১০৯টি এবং ১১টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

নতুন বই এসেছে গল্প ১৪টি, উপন্যাস ১৬টি, প্রবন্ধ ৫টি, কবিতা ৩১টি, গবেষণা ৩টি, ছড়া ৪টি, জীবনী ২টি, মুক্তিযুদ্ধ ১টি, নাটক ১টি, ভ্রমণ ২টি,রম্য ৩টি, অনুবাদ ৪টি, সায়েন্স ফিকশন ৪টি এবং অন্যান্য ১০টি। এদিন নজরুল মঞ্চে উন্মোচিত হয়েছে ১১টি নতুন বইয়ের মোড়ক।

নতুন বইগুলোর মধ্যে মঞ্জুরুল ইসলামের 'ক্ষুর্ধাত পৃথিবীর অভিলাস’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক নিরঞ্জনঅধিকারী। ড. আনোয়ারুল করীমের ‘নজরুল : তাঁর সমকাল’, ড. মো. শহীদুর রশীদ ভূইয়ার 'ফসল ও মানুষ’, 'খাদ্য ও পুষ্টি ভাবনা' বইয়ের মোড়ক উন্মোচন করেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক শাইখ সিরাজ। এ দিন বিজয় প্রকাশ এনেছে মীর তারিকুল ইসলাম সজিবের 'আবার কবে হবে দেখা', ঐতিহ্য এনেছে জুয়েল মোস্তাফিজের 'দুধের পুকুরে ভাসছে কফিন, হাসান খুরশীদ রুমীর 'দ্যবুকঅবফ্যাক্টস-১', আহমদ পাবলিশিং এনেছে এম. শাফায়েত হোসেনের 'ফিরে আসা', অনিন্দ্য এনেছে সৌমিত্র শেখরের সম্পাদনায় 'নির্বাচিত মোসলেম ভারত’।

(দ্যরিপোর্ট/এমএ/এপি/এনআই/ফেব্রুয়ারি১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর