thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সিএমপিতে এসি ও এডিসি পদে রদবদল

২০১৬ ডিসেম্বর ২৯ ২১:১৬:১৯
সিএমপিতে এসি ও এডিসি পদে রদবদল

চট্টগ্রাম অফিস : বছরের শেষদিকে এসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারি কমিশনার (এসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)-এর ১৩ পদে রদবদল করা হয়েছে। এরমধ্যে এসি পদে ৫জন এবং এডিসি পদে ৮জনকে রদবদল করা হয়। সিএমপি কমিশনার পুলিশ কমিশনার ইকবাল বাহার বৃহস্পতিবার বিকেলে রদবদলের এ আদেশ দিয়েছেন বলে জানান সিএমপির’র অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক-পশ্চিম) পদ থেকে ছত্রধর ত্রিপুরাকে অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি-বন্দর), বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার জয়নুল আবেদীনকে অতিরিক্ত উপ-কমিশনার (সরবরাহ), সিটি এসবির অতিরিক্ত উপ-কমিশনার আরেফিন জুয়েলকে অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর), ডিবি (বন্দর) থেকে অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসানকে অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম), অতিরিক্ত উপ-কমিশনার (সরবরাহ) দীপকজ্যোতি খীসাকে ট্রাফিক (পশ্চিম) পদে বদলি করা হয়েছে

এছাড়া পাঁচলাইশ জোনের আলোচিত সহকারি কমিশনার জাহাঙ্গীর আলমকে বদলি করা হয়েছে কোতোয়ালি জোনের সহকারি কমিশনার হিসেবে। সহকারি কমিশনার (ট্রাফিক-পশ্চিম) এএসএম মোবাশ্বের হোসাইনকে সরিয়ে বদলি করা হয়েছে পাঁচলাইশ জোনের সহকারি কমিশনার পদে। সহকারি কমিশনার (এমটি) ফারুক আহমেদ চৌধুরীকে বসানো হয়েছে ডিবি (পশ্চিম) পদে। সহকারি কমিশনার (ডিবি-পশ্চিম) উত্তম কুমার চক্রবর্তীকে বসানো হয়েছে সহকারি কমিশনার (আরও) পদে।

বন্দর জোনের সহকারি কমিশনার জাহেদুল ইসলামকে সহকারি কমিশনার (পিওএম) পদে বসানো হয়েছে। সহকারি কমিশনার (আরও) রতন কুমার দাসগুপ্তকে বদলি করা হয়েছে সহকারি কমিশনার (এস্টেট অ্যান্ড বিল্ডিং) পদে। সহকারি কমিশনার (সরবরাহ) কামরুল হাসানকে বন্দর জোনের সহকারি কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (আইসিটি ও পিআর) কাজলকান্তি চৌধুরীকে সহকারি কমিশনার (ডিবি-উত্তর) পদে বসানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এপি/ডিসেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর