thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

হাটহাজারীতে শুরু হয়েছে আঞ্চলিক বিশ্ব ইজতেমা

২০১৬ ডিসেম্বর ২৯ ২১:২৩:০৪
হাটহাজারীতে শুরু হয়েছে আঞ্চলিক বিশ্ব ইজতেমা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের হাটহাজারীতে প্রথমবারের মতো শুরু হয়েছে ৩ দিনের আঞ্চলিক বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) হেফাজতে ইসলামের আমীর আল্লাম শাহ আহমদ শফীর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়েছে এ ইজতেমা।

উপজেলার চারিয়া ইউনিয়নের বিশাল এলাকা জুড়ে ইজতেমা চলছে। প্রথম দিনেই প্রায় ২ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে। প্রত্যেক দিন ফজর থেকে এশা পর্যন্ত ৪ জন করে বিশিষ্ট ওলামা ইজতেমায় বয়ান করবেন।

এদিকে আঞ্চলিক ইজতেমা উপলক্ষে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে দিনের বেলা সব ধরনের ভারি যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইজতেমার বিশাল ময়দান জুড়ে টাঙানো হয়েছে চটের সামিয়ানা। জেলা ওয়ারি খিত্তার ভাগসহ বিদেশি মেহমানদের জন্য ইজতেমা ময়দানের পাশে নির্মাণ করা হয়েছে টিনসেডের আলাদা থাকার জায়গা। ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা বলেছেন, ‘আঞ্চলিক ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ট্রাফিক, গোয়েন্দা ও সাদা পোশাকে ১৪০০ পুলিশ মোতায়েন রয়েছে।’

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার অংশ হিসেবেই চট্টগ্রামের আঞ্চলিক ইজতেমার এটি প্রথম পর্ব।

বিশ্ব ইজতেমার সমন্বয়ক মাওলানা মুফতি জসিম উদ্দিন জানিয়েছেন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমা মাঠের কাজ সম্পন্ন করছেন। ধর্মপ্রান মুসল্লিরা এখানে তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনে ইসলামের দাওয়াতি কাজ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হন।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর