thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

চবির ডিন নির্বাচনে হলুদ দলের নিরঙ্কুশ জয়

২০১৭ জানুয়ারি ০২ ১৬:৩৬:১১
চবির ডিন নির্বাচনে হলুদ দলের নিরঙ্কুশ জয়

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাতটি অনুষদের ডিন নির্বাচনে ‘হলুদ দল’ নিরঙ্কুশ জয় পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। এর আগে ২৭ ও ২৯ ডিসেম্বর অগ্রিম ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এবারের ডিন নির্বাচনে ‘আওয়ামী ও বামপন্থী’ শিক্ষক সমর্থিত ‘বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজের ‘হলুদ দল’ এবং ‘বিএনপি ও জামায়াত’ শিক্ষক সমর্থিত ‘স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদে উজ্জীবিত ‘সাদাদল’ অংশ নেয়। এছাড়াও দুটি অনুষদে স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নেয়।

বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার ও রিটার্নিং অফিসার অধ্যাপক ড. কামরুল হুদা জানান, এবার নির্বাচনে হলুদ দল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। আইন অনুষদে অন্য কোন প্রার্থী না থাকায় হলুদ দলের প্রার্থী অধ্যাপক আবুল বশর মোহাম্মদ আবু নোমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’

তিনি জানান, হলুদ দলের প্রার্থী কলা ও মানববিদ্যা অনুষদের অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী ১১৮ ভোট, বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম ৬১ ভোট, ব্যবসায় প্রশাসন অনুষদে অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব ৫১ ভোট, সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ ৭৫ ভোট, জীববিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. মাহবুবুর রহমান ৭৬ ভোট এবং ইঞ্জিনিয়ারিং অনুষদে অধ্যাপক ড. শংকরলাল সাহা ১৮ ভোট পেয়ে জয় লাভ করেছেন।

অন্যদিকে সাদাদল প্রার্থী, কলা ও মানববিদ্যা অনুষদের অধ্যাপক ড. মোজাফফর আহমদ চৌধুরী ৬৬ ভোট, জীববিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন ৩৯ ভোট, বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন ৪৫ ভোট, সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ৩১ ভোট, ব্যবসায় প্রশাসন অনুষদে অধ্যাপক এস এম নসরুল কদির ২৮ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী বিজ্ঞান অনুষদে প্রফেসর ড. মনির উদ্দিন ১৭ ভোট এবং ইঞ্জিনিয়ারিং অনুষদে প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমান ৯ ভোট পেয়েছেন।

(দ্য রিপোর্ট/এপি/জানুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর