thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে দুই কোটি টাকার কাঠসহ আটক ৪

২০১৭ জানুয়ারি ০৫ ১১:৩৩:৫০
চট্টগ্রামে দুই কোটি টাকার কাঠসহ আটক ৪

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বলিরহাট এলাকায় একটি স’মিলে অভিযান চালিয়ে দুই কোটি টাকা মূল্যের সরকারি সেগুন কাঠ জব্দ করেছে র‌্যাব। এ সময় স’মিলের ৪ কর্মচারীকে আটক করা হয়।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে র‌্যাব-৭ এ অভিযান পরিচালনা করে বলে সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেসার্স বড়পীর ফার্নিচার অ্যান্ড টিম্বার’ নামে স’মিলে অভিযান চালিয়ে কাঠসহ ৪ জনকে আটক করা হয়। আটকরা হলেন-আবু তালেব (৩০), আব্দুল গনী (৫৫), মো. সিরাজ (৪৫) ও মো. দুলাল (৩৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ জানান, গোপন খবরের ভিত্তিতে মেজর এসএম সুদীপ্ত শাহীনের নেতৃত্বে (রেঞ্জ অফিসার সৈয়দ মাহমুদ উল্লাহর সহায়তায়) র‌্যাবের একটি টিম বুধবার দুপুরের দিকে চান্দগাঁও থানাধীন বলিরহাট খাজা রোডে একটি স’মিলে অভিযান শুরু করে।

এ সময় ওই স’মিলে বিভিন্ন সরকারি বন থেকে সেগুন কাঠ অবৈধভাবে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা ২ হাজার সিএফটি সেগুন কাঠ, ১টি কাঠ চিড়ানোর করাতকল, ১টি শ্যালো ইঞ্জিন, ১টি বৈদ্যুাতিক মোটর জব্দ করা হয়। জব্দকরা কাঠের আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

উল্লেখ্য, ওই স’মিলের মূল মালিক খালেক মেম্বারের বিরুদ্ধে ২০১৩ সালে কাঠ পাচার এবং বন বিভাগের কর্মকর্তা, কর্মচারীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে দায়ের করা একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

(দ্য রিপোর্ট/এইচ/এমকে/এনআই/জানুয়ারি ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর