thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নাজিরহাট রেলস্টেশন পুনরায় চালুর আশ্বাস রেলমন্ত্রীর

২০১৭ জানুয়ারি ০৬ ১৯:২৬:৫৯
নাজিরহাট রেলস্টেশন পুনরায় চালুর আশ্বাস রেলমন্ত্রীর

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের নাজিরহাট পুরাতন রেলঘাট (পরিত্যক্ত রেলস্টেশন) শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় তিনি দীর্ঘদিনের পুরনো এ রেলস্টেশন সংস্কার করে পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন।

মন্ত্রীর এ আশ্বাসে বন্ধ থাকা স্টেশনটি নতুন করে প্রাণ ফিরে পাবে আশা করছেন ফটিকছড়ি ও হাটহাজারীবাসী।

এর আগে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ওই এলাকায় ভিড় জমায়। রেলমন্ত্রী গাড়ি থেকে নেমে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্যে বলেন, এটি (পরিত্যক্ত রেল স্টেশন) একটি ঐতিহ্যবাহী রেল স্টেশন। দেশ ও জনগণের স্বার্থে এ স্টেশনটি দ্রুত সংস্কার করে চালুর উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী তার মিনিট খানেকের বক্তব্যে নাজিরহাট রুটে ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করারও প্রতিশ্রুতি দেন।

রেলঘাট পরিদর্শনের পর মন্ত্রী ফটিকছড়ির মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের দু’দিনব্যাপী শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেন।

এসময় ইউপি চেয়ারম্যান ইদ্রিচ মিয়া, আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, প্রবীণ সাংবাদিক ইউনুচ মিয়া, মজিবুল হক চৌধুরী, নাজিম উদ্দিন মুহুরী, সাবেক ছাত্রনেতা একে জাহেদ চৌধুরী, মুহাম্মদ আলী, নাজিরহাট পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এস/কেআই/এনআই/জানুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর