thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আশুগঞ্জে রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৯:২৮:১২
আশুগঞ্জে রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে বিল্লালের চরের জনসাধারণের চলাচলের জন্য শত বছরের পুরনো রাস্তা বন্ধ করে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

চরের বাসিন্দারা তাদের চলাচলের জন্য রাস্তা রেখে নিরাপত্তা প্রাচীর নির্মাণের জন্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন।

জানা যায়, উপজেলার সোহাগপুর গ্রামে বিল্লালের চরে একের পর এক শিল্প ও কল-কারখানা গড়ে উঠছে। শুধু তাই নয় এ চরে রয়েছে আশুগঞ্জ সবুজ প্রকল্প, যেখানে ৪শ’ একর জমি চাষাবাদ করছে কৃষকরা। প্রতিদিন একমাত্র ওই রাস্তা দিয়েই কৃষকদের চলাচল করতে হয়। শত বছর আগে আশুগঞ্জ নৌবন্দরে চলাচলের জন্য রাস্তাটি ব্যবহার করা হত। সম্প্রতি গুরত্বপূর্ণ এ রাস্তায় চলাচল বন্ধ করে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র নিরাপত্তা প্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে এ চরে শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও কৃষক এবং পথচারীদের চলাচলের মারাত্মক ব্যাহত ঘটছে।

জসিম উদ্দিন নামে এক চরবাসী জানান, শত বছরের পুরনো রাস্তাটি জনসাধারণের চলাচলের জায়গা না রেখে নিরাপত্তা প্রাচীর নির্মাণ করায় এলাকাবাসী এর প্রতিবাদ জানিয়েছে।

আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান জানান, জনস্বার্থে রাস্তার জায়গা রেখে প্রাচীর নির্মাণ করার জন্য তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নুরল আলম জানান, এলাকাবাসী রাস্তা রেখে প্রাচীর নির্মাণের দাবি লিখিতভাবে জানিয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসকে/এমএইচও/এমসি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর