thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

নজরুল চর্চায় শোষণমুক্ত ও সর্বমানবিক বিশ্বরাষ্ট্রের স্বপ্ন

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ২১:৩৮:২০
নজরুল চর্চায় শোষণমুক্ত ও সর্বমানবিক বিশ্বরাষ্ট্রের স্বপ্ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বুধবার বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক পর্যায়ে নজরুল চর্চা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন কবি মুহম্মদ নূরুল হুদা। আলোচনায় অংশগ্রহণ করেন রশীদ হায়দার, মাহবুবুল হক ও গুলশান আরা কাজী। সভাপতিত্ব করেন নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম।

প্রাবন্ধিক বলেন, ‘একবিংশ শতাব্দীতে যেসব ক্ষেত্রে নজরুল উত্তরোত্তর প্রাসঙ্গিক বিবেচিত হতে থাকবেন সেগুলো হচ্ছে- উন্নয়ন, বহু সংস্কৃতিবাদ, জাতীয়তা, আন্তর্জাতিকতা, বৈশ্বিকতা, উত্তরাধুনিকতা, পরিবেশ চিন্তা, নারীবাদ, মানবপ্রকৃতি, মানব শক্তিমত্তা ইত্যাদি। ফলে পূর্ণাঙ্গভাবে অনূদিত নজরুলকে আন্তর্জাতিক স্তরে উপস্থাপন করা হলে একবিংশ শতাব্দীর পৃথিবী নজরুলের মধ্যে এক ‘অভেদসুন্দর’ মানবসত্তাকে খুঁজে পাবে। বিশ্বব্যাপী নজরুল চর্চা শোষণমুক্ত ও সর্বমানবিক বিশ্বরাষ্ট্রের স্বপ্নকে সাকার করে তুলবে।’

আলোচকবৃন্দ বলেন, ‘নজরুল বিশ্বমানবতার কবি। তার কবিতা-গান ও সংগ্রামী জীবনে ধ্বনিত হয়েছে সর্ব মানবের মুক্তির অঙ্গীকার। আশার কথা নজরুল চর্চা ক্রমশ জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। উত্তর আমেরিকা-রাশিয়া-এশিয়া-ইউরোপের নানা প্রান্তে উৎসুক লেখক-গবেষকবৃন্দ নজরুলের অনন্য সাধারণ রচনাকে বিশ্ব পাঠকের কাছে তুলে ধরেছেন। তবে এক্ষেত্রে আমাদের আরও উদ্যোগী হতে হবে। যাতে নজরুল চেতনা তার উদ্দিষ্ট আন্তর্জাতিকতার সীমানা স্পর্শ করতে সক্ষম হয়।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিকভাবে নজরুল চর্চার ক্ষেত্রে তার অমর রচনাবলীর যথাযথ অনুবাদের পাশাপাশি নজরুল বিষয়ক ওয়েবসাইট হালনাগাদ করাও অত্যন্ত জরুরি, যাতে নজরুল চর্চার সর্বসাম্প্রতিক চিত্র পরিস্ফুট হতে পারে। তিনি বলেন, নজরুলের আরাধ্য মানব সামগ্র্যের সন্ধান পেতে নজরুলচর্চাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার কোন বিকল্প নেই।’

(দ্য রিপোর্ট/এমএ/কেএম/এনআই/ফেব্রুয়ারি/১৯,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর