thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৪:৪০:৪৩
হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলার কার্যক্রম আগামী ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এই মামলার এক আসামির জামিন আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম এ মুনতাকিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশীদ।

এ বিষয়ে জানতে চাইলে আইনজীবীরা জানান, ২০০৪ সালের ২৮ ফেব্রুয়ারি রমনা থানায় হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা বিষয়ে তার ছোট ভাই মঞ্জুর কবির একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০০৬ সালের ২৩ মে মিজানুর রহমান মিনহাজ নামে এক আসামিকে গ্রেফতার দেখানো হয়। ২০০৭ সালে ১৪ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন করা হয়। পরে এ মামলায় এ পর্যন্ত মোট চার জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এরপর ওই গ্রেপ্তারকৃত আসামি ২০১১ সালে হাইকোর্টে জামিন আবেদন করেন।

এ আবেদনের শুনানি শেষে আদালত আজ মামলা নিষ্পত্তির এ আদেশ দেন।

(দ্য রিপোর্ট/এসএ/এমডি/এএইচ/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর