thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘বিপিজিএমএ’কে ইউপি ইস্যু করার ক্ষমতা দেওয়া হবে’

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৫:১৫:১৬
‘বিপিজিএমএ’কে ইউপি ইস্যু করার ক্ষমতা দেওয়া হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘শিল্পমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্লাস্টিক পণ্য রপ্তানি করার জন্য ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যু করার ক্ষমতা বিপিজিএমএ’র হাতে দেওয়া হবে। জিএসপিসহ এ খাতে বেশ কিছু সমস্যা আছে তা দ্রুত সমাধান করা হবে।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৯ম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক পণ্যমেলা।

প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের চাং চাও ইন্টারন্যাশনাল যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

মেলায় থাকছে সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এ ছাড়া থাকছে বায়ার-সেলার মিটিং। মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি ৩০০টি প্রতিষ্ঠান।

(দ্য রিপোর্ট/এআই/একে/এমডি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর