thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

প্লাস্টিক পণ্য রপ্তানিতে ২০ শতাংশ নগদ অর্থ সহায়তার দাবি

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৫:২৬:৩০
প্লাস্টিক পণ্য রপ্তানিতে ২০ শতাংশ নগদ অর্থ সহায়তার দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের বাজারে প্লাস্টিক পণ্য রপ্তানিতে ২০ শতাংশ নগদ অর্থ সহায়তার দাবি জানিয়েছেন বিপিজিএমইএ সভাপতি জসিম উদ্দিন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা বাতিল করায় প্লাস্টিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববাজারে টিকে থাকতে অন্যান্য খাতে নগদ সহায়তা পেলেও প্লাস্টিক খাত বঞ্চিত হচ্ছে।

জসিম বলেন, বিশ্বে প্লাস্টিক পণ্যের বিশাল চাহিদা রয়েছে। বর্তমানে এ খাতের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ চীন। এ ছাড়াও হংকং, সিঙ্গাপুর, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভারত আমাদের বড় প্রতিদ্বন্দী। এ সব দেশের সাথে বিশ্ব বাজারে টিকে থাকতে নগদ অর্থসহায়তা প্রয়োজন।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে নবম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি জানান বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তাতানিকারক সংঘের (বিপিজিএমইএ) সভাপতি জসিম উদ্দিন। এ ছাড়া প্লাস্টিক পণ্য রপ্তানি করার জন্য ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যু করার ক্ষমতা বিপিজিএমএ’র হাতে দেওয়ারও দাবি জানান তিনি।

উল্লেখ্য, শুল্ক কর্তৃপক্ষ এ ইউপি ইস্যু করে থাকে। এতে অযাচিত ভাবে সময় নষ্ট হয়। বিপিজিএমএ’র হাতে এ ক্ষমতা দেওয়া হলে এ খাতে সরকারের শুল্ক আয়ও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন।

(দ্য রিপোর্ট/এআই/এমএটি/এমডি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর