thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

আড়াইহাজারে ককটেল উদ্ধার, গ্রেফতার ৩

২০১৩ নভেম্বর ০৬ ১৫:৩৫:৪৯
আড়াইহাজারে ককটেল উদ্ধার, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা : জেলার আড়াইহাজারে নাশকতার সময় মঙ্গলবার রাত পৌনে ১২টায় পাঁচটি ককটেলসহ বিএনপি ও ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারেরা হলেন- মো. সেলিম (২৫), পাভেল (১৮) ও জাকির মেম্বার (৩৫)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান, বিএনপি নেতা হাবুর নেতৃত্বে কয়েকজন উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় জনতা এগিয়ে এসে তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে হাবুর লোকজন পার্শ্ববর্তী পুকুরে ঝাপিয়ে পড়ে। পরে তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

থানায় আটক ব্যক্তিদের গ্রেফতার দেখিয়ে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে বলে জানান আকতার মোর্শেদ।

(দিরিপোর্ট২৪/এমএইচঅ/এমএআর/নভেম্বর ০৬,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর