thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

নারায়ণগঞ্জে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১৫

২০১৩ ডিসেম্বর ০৯ ১১:১০:০০
নারায়ণগঞ্জে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১৫

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ শহরের গলাচিপা মোড়ে হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ মহানগর যুবদল মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের গলাচিপা মোড় থেকে যুবদল মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। এখান থেকে পুলিশ দুজনকে আটক করে। এতে বেসরকারি টিভির ক্যামেরাপারসনসহ যুবদলের ১৫ জন আহত হয়েছেন।

এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরভার সামনে মিছিল করেন বিএনপিকর্মীরা। এ সময় তারা সড়ক অবরোধ করে টায়ারে আগুন দেন।

অপরদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াপুর এলাকায় শিবিরকর্মীরা গাছের গুঁড়ি ফেলে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে শিবিরকর্মীরা সটকে পড়ে।

(দ্য রিপোর্ট/এআর/শাহ/এএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর