thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

সাতকানিয়ায় পিকেটারের ধাওয়ায় মাইক্রো উল্টে নিহত ১

২০১৩ নভেম্বর ২৮ ০০:১৮:৪৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবরোধের দ্বিতীয়দিনে বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের সাতকানিয়ার মাইক্রো উল্টে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শাহেদ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাতকানিয়ার হাসমতের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ওই স্থান দিয়ে একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো-গ-১১-৩৯৪২) যাওয়ার সময় অবরোধ সমর্থকরা মাইক্রোবাসকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। ভয়ে চালক দ্রুত মাইক্রোবাস নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ ওই গাড়ির যাত্রীরা আহত হয়।

গুরুতর আহত শাহেদকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে নিহত শাহেদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। চালককেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

(দিরিপোর্ট/কেএইচএস/এপি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর