thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে নৌ ঘাঁটিতে বোমা হামলা : জেএমবি সদস্যকে শ্যোন অ্যারেস্ট

২০১৭ জানুয়ারি ২৬ ২২:১৫:৩২
চট্টগ্রামে নৌ ঘাঁটিতে বোমা হামলা : জেএমবি সদস্যকে শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির মসজিদে জুমার নামাজে বোমা হামলার ঘটনায় আবদুল গাফফার নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এ নির্দেশ দেন।

তবে জেএমবি সদস্য আবদুল গাফফার অন্য মামলায় ইতোমধ্যে গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেছেন,‘নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির মসজিদে বোমা হামলার মামলা তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ আদালত জেএমবি সদস্য আব্দুল গাফফারকে শ্যোন এ্র্যারেস্টের নির্দেশ দিয়েছেন।’

রাতে মামলার আইও চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার পরিদর্শক জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘তাকে (আব্দুল গাফফার) গ্রেফতারের আদেশের জন্য গত ১৫ জানুয়ারি আদালতে আবেদন করেছিলাম। আজ আদালত সে আবেদন মঞ্জুর করে তাকে শ্যোন এরেস্টের নির্দেশ দেন।একই সাথে আদালত এ মামলায় তার বিরুদ্ধে কোর্ট ওয়ারেন্টও ইস্যু করেছেন।’

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর নৌবাহিনীর সংরক্ষিত এলাকাঈসা খাঁ ঘাঁটির ভিতরে মসজিদে জুমার নামাজের পরে পর পর দুটি বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবির সদস্যরা। এতে মসজিদে জুমার নামাজ পড়ে বেরিয়ে যাবার সময় বোমার আঘাতে ২৪ জন আহত হয়। নৌবাহিনীর মধ্যে ছত্দ্মবেশে লুকিয়ে থাকা জেএমবি সদস্যরা এ হামলা চালায় বলে প্রকাশ পায়।

এ ঘটনায় ৯ মাস পর মামলা দায়ের করা হয় নৌবাহিনীর পক্ষ থেকে।

গত বছরের ৩ সেপ্টেম্বর নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে নগরীর ইপিজেড থানায় মামলাটি দায়ের করেন।মামলায় নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন, বলকিপার আবদুল মান্নান, রমজান আলী ও বাবুল রহমান ওরফে রনিকে আসামি করা হয়।এর মধ্যে আব্দুল মান্নান ও রমজান আলী বর্তমানে চট্টগ্রাম কারাগারে বন্দি রয়েছেন।

(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/জানুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর