thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

স্বল্পোন্নত দেশগুলোর জন্য কোটা ও শুল্কমুক্ত সুবিধা দাবি বাণিজ্যমন্ত্রীর

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৬:০২:৪৪
স্বল্পোন্নত দেশগুলোর জন্য কোটা ও শুল্কমুক্ত সুবিধা দাবি বাণিজ্যমন্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বল্পোন্নত দেশগুলোর জন্য কোটা ও শুল্কমুক্ত সুবিধা দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আগামী ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে পণ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জেএসপি) ফিরে পাওয়ার জন্য বাংলাদেশ তাদের শর্তের উপর ভিত্তি করে রিপোর্ট পাঠাবে বলেও এ সময় জানান তিনি।

রাজধানীর রূপসী বাংলা হোটেলে বৃহস্পতিবার সেন্ট্রার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সেমিনারে তিনি এ সব কথা বলেন।

সেমিনারে আরও উপিস্থত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বিজিএমইর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র জেএসপি বাতিল করার পর যে শর্তগুলো দিয়েছিল তার প্রায় সবগুলো আমরা পূরণ করেছি। আগামী ১৫ এপ্রিল সেই রিপোর্ট তাদের কাছে পাঠাব। জিএসপি বাতিল হওয়ার জন্য শুধু রাজনীতিই দায়ী নয় বলেও উল্লেথ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, জেএসপি সুবিধা বাতিল করার পরও আমরা ২ হাজার ৭৩ মিলিয়ন ডলার রপ্তানি করেছি।

তিনি বলেন, শিল্পাঞ্চল তৈরির ব্যপারে কথা চলছে। প্রধানমন্ত্রীর সাথেও এ ব্যপারে আলোচনা করা হয়েছে। খুব তাড়াতাড়ি এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তোফায়েল আহমেদ বলেন, আমাদের শিল্পকে এগিয়ে নিতে হলে অবশ্যই প্রযুক্তির আধুনিকায়ন করতে হবে। তা ছাড়া তৈরি পোশাক খাতের জন্য আলাদা একটি অঞ্চল তৈরির পরিকল্পনাও আমাদের আছে।

৪২ বছর ধরে ক্রমাগত দেশের অর্থনীতি উন্নতির দিকে গিয়েছে মন্তব্য করে তিনি দাবি বলেন, আমাদের ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে হবে। এ জন্য এখন থেকেই আমাদের সচেতন হওয়া উচিত।

তিনি বলেন, চলতি অর্থবছরে আমাদে রপ্তানি আয় হবে ৩০.৫ বিলিয়ন ডলার। ২০২১ সালে এ লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।

(দ্য রিপোর্ট/এএস/জেএম/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর