thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

তারা রয়েল বেঙ্গলের সঙ্গে দেখা করুক : প্রধানমন্ত্রী

২০১৭ জানুয়ারি ২৮ ১৭:৪৯:৫০
তারা রয়েল বেঙ্গলের সঙ্গে দেখা করুক : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রামপাল নিয়ে যারা আন্দোলন করছে তাদের অনুরোধ করব, তারা যেন সুন্দরবনে যান, রয়েল বেঙ্গলের (বাঘ) সাথে দেখা করে তাদের জিজ্ঞেস করেন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। এটুকু যদি তারা করেন, যদি গিয়ে দেখে আসেন, একটা রিপোর্ট দেন, আমরা তাহলে বিবেচনা করতে পারি।’

রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী ঠাট্টার ছলে আরো বলেছেন, ‘তাদের (রয়েল বেঙ্গল টাইগার) সঙ্গে একটু কথা বলে আসুক। রয়েল বেঙ্গল অভুক্ত থাকলে তো আর উপায় নেই।’

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৫৭তম জাতীয় কনভেনশন উদ্বোধনকালে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এ বিদ্যুৎ কেন্দ্র না করার দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মানুষের জন্য কোনো দুঃখ নাই, মানুষের জন্য কোনো কান্না নাই, মানুষের ভালমন্দ দেখার দরকার নাই, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের জন্য তারা কাঁদছে।’

শেখ হাসিনা আরো বলেছেন, ‘যারা রামপাল নিয়ে আন্দোলন করছেন তারা ঢাকায় বসে আন্দোলন করেছেন, তারা জীবনে কখনও রামপালে যাননি। তারা যদি সেখানে একটু ঘুরে আসেন, যে ওখান থেকে সুন্দরবন কতদূর; আমি তো বলব, রামপালে যেয়ে ওখান থেকে যদি তারা পদযাত্রা শুরু করেন সুন্দরবন পর্যন্ত, তাহলে জানতে পারবে যে সুন্দরবন কতদূর।’

তিনি আরো বলেছেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশ এবং সুন্দরবনের কোনো ধরণের ক্ষতি করবে না। রামপাল স্থানটা দেখে ওখান থেকে পদযাত্রা করুক সুন্দরবন পর্যন্ত। এটা করার পর না হয় তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাক।’

প্রধানমন্ত্রী বলেছেন, ‘রামপালে যখন আমরা কাজ শুরু করি তখন রাস্তাঘাট কিছুই ছিল না। একমাত্র নৌপথে যাওয়া যেত। এখন আস্তে আস্তে রাস্তাঘাট হচ্ছে। একসময় তাদের হেলিকপ্টারে রামপাল দেখানো হয়েছে। হেলিকপ্টারে দেখালে তো বুঝবে না। এজন্য রামপাল স্থানটা দেখে ওখান থেকে পদযাত্রা করুক সুন্দরবন পর্যন্ত।’

এর আগে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে কনভেনশনের উদ্বোধন করেন। এই সময় আইইবি নেতৃবৃন্দ ছাড়াও একাধিক মন্ত্রী, সাংসদ, চট্টগ্রামের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইইবি’র অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে মধ্যহ্নভোজে অংশ নেন।

রেডিসনে অবস্থানকালীন সময়ে প্রধানমন্ত্রী চট্টগ্রামের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্র মিলনায়তনে তিন দিনব্যাপি অনুষ্ঠানের সূচনা হয়েছে। এই কনভেনশনে সারাদেশের প্রায় পাঁচ হাজার প্রকৌশলী অংশ নিয়েছেন।

এবারের কনভেশনের বিষয়বস্তু রাখা হয়েছে ‘ডিজিটাল টেকনোলজি ফর ডেভলপমেন্ট’। সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আইইবি’র কনভেনশনে প্রধানমন্ত্রীর চট্টগ্রামে আগমন উপলক্ষ্যে নগরীর সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আইইবি’র সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জেডটি/জানুয়ারি ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর