thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

নিরবের নায়িকা প্রিয়াঙ্কা

২০১৭ ফেব্রুয়ারি ০৩ ০৯:৩৪:৩৫
নিরবের নায়িকা প্রিয়াঙ্কা

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবার কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে জুটি গড়তে যাচ্ছেন বাংলাদেশের অভিনেতা নিরব। নতুন একটি সিনেমায় নিরবের নায়িকা হচ্ছেন প্রিয়াঙ্কা। সিনেমাটির নাম ‘হৃদয় জু‌ড়ে’। এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করবেন রফিক সিকদার। প্রযোজনা করছে ক্রি‌য়ে‌টিভ মি‌ডিয়া ওয়ার্ল্ড।

নির্মাতা সূত্রে জানা গেছে, এ মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু হবে।

কলকাতার রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে প্রিয়াঙ্কা সরকারের। এরপর ‘কাগজের বউ’, ‘ন হন্যতে’, ‘ডামাডোল’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী।

অন্যদিকে নিরব বাংলাদেশের টিভি পর্দা ও সিনেমার জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন নিরব। ‘শয়তান’শিরোনামের এ সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

(দ্য রিপোর্ট/পিএস/এম/ফেব্রুয়ারি ৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর