thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আটক ২৪

২০১৭ ফেব্রুয়ারি ০৪ ১২:৩৭:১৬
চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আটক ২৪

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন মৌসুমি আবাসিক এলাকার একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে ২৪ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তারা সবাই ‘ইসলামী সমাজ’ নামে একটি সংগঠনের সদস্য বলে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের এএসআই ওয়াদুদ বলেন, গোপন বৈঠককালে রাত ১০টার দিকে তাদের আটক করা হয়েছে। তবে আটককৃতরা জঙ্গি দলের সদস্য কি না তা নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি যাচাই বাছাই করে উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি মিডিয়াকে জানাবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌসুমি আবাসিক এলাকার একটি ভবনে কিছু যুবক বসে গোপন বৈঠক করছিল। এ খবর ডিবি পুলিশের কাছে পৌঁছালে তারা দ্রুত ঘটনাস্থলে আসে। চারদিক ঘেরাও করে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করে।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/ফেব্রুয়ারি ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর