thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কবিরহাটে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২০:০৯:৪২
কবিরহাটে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা

নোয়াখালী প্রতিনিধি : কবিরহাট উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ইলিয়াছের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেছে আওয়ামী লীগ সমর্থিত কর্মীরা। এ সময় প্রচারকর্মী রিপন (২২) ও কামাল (২৩) নামে দুজন আহত হন। অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানা আক্তারের উপর হামলা করে আওয়ামী লীগ কর্মীরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে আছেন বলে জানান।

চেয়ারম্যান প্রার্থী মো. ইলিয়াছ অভিযোগ করে বলেন, তার কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় মাইক ও মেশিন ভাঙচুর করা হয়।

এদিকে, রাত ৮টার দিকে কবিরহাট উপজেলা বিএনপি সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানা আক্তারকে বালিয়া নির্বাচনী অফিসে কর্মীদের আলাপরত অবস্থায় হামলা করে আওয়ামী লীগ কর্মীরা। জীবন বাঁচাতে শাহানা আক্তার পাশের মনু মুন্সীর বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলা করে তারা। এক পর্যায়ে শাহানাকে মারধর করা হয়।

বিএনপি প্রার্থী ইলিয়াছ সমর্থক বলে রাত ১১টার দিকে বালিয়াপুকুর পাড়ে শফি মাস্টারের বাড়িতে শফি মাস্টার ও তার ছেলে নোমানকে পিটিয়ে আহত করে আওয়ামী লীগ কর্মীরা।

ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানা আক্তার বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

(দ্য রিপোর্ট/এইউএম/এমএইচও/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর