thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

গৃহপরিচারিকার সঙ্গে নিষ্ঠুর আচরণ না করার নির্দেশ

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২০:৩৩:৪১
গৃহপরিচারিকার সঙ্গে নিষ্ঠুর আচরণ না করার নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে বাসাবাড়িতে নিয়োজিত গৃহপরিচারিকাদের উপর নিষ্ঠুর আচরণ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গত রবিবার দৈনিক আমাদের সময়ে প্রকাশিত এক প্রতিবেদনের উপর ভিত্তি করে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

একই সঙ্গে রাজধানীর ফার্মগেট ইন্দিরা রোডের একটি অ্যাপার্টমেন্টের চম্পা ও গুলবাহারসহ চার গৃহকর্মীকে তাদের পরিবারের নিকট হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

তারা পরিবারের নিকট না যেতে চাইলে তাদেরকে সেফ হোমে রাখার জন্য বলা হয়েছে বলে সাংবাদিকদেরকে জানান সংশ্লিষ্ট কোর্টের ডেপুর্টি অ্যার্টনি জেনারেল বিশ্বজিত রায়।

চার গৃহপরিচারিকাকে তাদের নিজ মা-বাবার কাছে পাঠানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত বাসার মালিক শর্মি বেগমের বিরুদ্ধে মামলা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সারাদেশে গৃহকর্মে নিয়োজিত কর্মীদের ওপর নিষ্ঠুর আচরণ না করার জন্য আদেশ দিয়েছেন।

এ ছাড়া ওই বাসায় নিয়োজিত চার গৃহপরিচারিকাকে তাদের মা-বাবার কাছে পাঠানো হয়েছে কিনা- তার প্রতিবেদন আগামী ৩ মার্চের মধ্যে আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে।

এদিকে আদালতে এ নির্দেশের পর পরই চম্পা ও গুলবাহারকে বন্দি করে রাখা বাসার মালিক শর্মি বেগমকে শেরেবাংলা নগর থানা পুলিশ আটক করেছে। একই সঙ্গে তাদেরকে মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।

(দ্য রিপোর্ট/এসএ/এমসি/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর