thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

খাগড়াছড়িতে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৬

২০১৭ ফেব্রুয়ারি ০৬ ১১:০৫:৫৫
খাগড়াছড়িতে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৬

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় নারীসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (ফেব্রুয়ারি) রাতে শহরের শালবাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য দুই গ্রুপ পরস্পরকে দায়ী করছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ৮টার দিকে খাগড়াছড়ি শহরের শালবাগানে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম গ্রুপের কর্মীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলা ও ভাঙচুর চালানো হয় বাড়িঘরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয় গ্রুপের কর্মীরা পালিয়ে যায়। পুলিশ দুই নারীসহ গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আহতরা হলেন শালবাগানের নুরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৩৫), জিন্নাত আলীর ছেলে খায়রুল ইসলাম (১৪), ফরিদ মিয়ার ছেলে রনি (১৮) ও আবদুল গণির ছেলে মোসলেম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইসলাম উদ্দিনের স্ত্রী জোসনা বেগম(৩৫) ও মুসলিম উদ্দিনের স্ত্রী সাফিয়া বেগম।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ছোট ভাই পৌরসভার মেয়র মো. রফিকুল আলম এ ঘটনার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেুন্দ্র লাল ত্রিপুরা এমপিকে দায়ী করে বলেছেন, তার উস্কানিতে আমাদের নিরীহ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ সন্ত্রাসীদের না ধরে আমাদের দুই কর্মীকে আটক করেছে।

অপরদিকে কুজেন্দ্র লাল ত্রিপুরা অনুসারী জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরার অভিযোগ, মেয়র রফিকুল আলমের সন্ত্রাসীরা সন্ধ্যা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে দুই নারীসহ তিনজন আহত হন। তিনি পুলিশের ছত্রছায়ায় খাগড়াছড়িতে মেয়র বাহিনীর সন্ত্রাসীরা একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।

(দ্য রিপোর্ট/এম/এনআই/ফেব্রুয়ারি ৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর