thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

স্ট্যাম্পের আঘাতে কিশোরের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

২০১৭ ফেব্রুয়ারি ০৬ ১২:২৭:৩৬
স্ট্যাম্পের আঘাতে কিশোরের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলার সময় স্ট্যাম্পের আঘাতে ফয়সাল (১৫) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় আরাফাত নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে মরিচ্চা পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সদরঘাট থানার এসআই মো. মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রবিবার রাতে নিহত কিশোরের পিতা মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে নগরীর সদরঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৭)। মামলায় আরাফাতসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর সদরঘাট থানার কলেজিয়েট স্কুল মাঠে ক্রিকেট খেলার সময় স্যাম্প ছুঁড়ে মারলে তার আঘাতে কিশোর ফয়সাল মারা যায়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর