thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

শ্রদ্ধা নিবেদনের অপেক্ষায় হাজারো মানুষ

২০১৪ ফেব্রুয়ারি ২১ ০০:৫৫:৫১
শ্রদ্ধা নিবেদনের অপেক্ষায় হাজারো মানুষ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশীর মোড় থেকে জগন্নাথ হলের প্রধান ফটক পর্যন্ত অপেক্ষা করছে হাজারো মানুষ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য খালি পায়ে হাতে ফুল নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তারা।

ইতোমধ্যে একুশের প্রথম প্রহরে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করছেন। তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

আ-মরি বাংলা ভাষা এর সর্বশেষ খবর

আ-মরি বাংলা ভাষা - এর সব খবর