thereport24.com
ঢাকা, শুক্রবার, ৮ আগস্ট 25, ২৪ শ্রাবণ ১৪৩২,  ১৩ সফর 1447

মধ্যরাতে মানুষ কম, বিক্রিও কম

২০১৪ ফেব্রুয়ারি ২১ ০৩:২৫:৩৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের উপস্থিতি একুশের প্রথম প্রহরের তুলনায় মধ্যরাতে অনেকটাই কম। তাই পলাশীর মোড় থেকে জগন্নাথ হলের প্রধান ফটক পর্যন্ত নানান সামগ্রী নিয়ে বসে থাকা হকারদের বিক্রিও কম বলে জানান তারা।

তবে ভোর থেকে আবার মানুষের সংখ্যা বাড়বে, তখন বিক্রিও বাড়বে বলে জানান তারা। পলাশীর মোড় থেকে জগন্নাথ হলের প্রধান ফটক পর্যন্ত রাস্তায় বিভিন্ন খাবারের দোকানের পাশাপাশি আছে ফুল, একুশের আল্পনা সম্বলিত টুপি, মাথায় বাঁধার ফিতা ও ফুলের দোকান। নারীদের চুড়িও বিক্রি করছে হকাররা। এ ছাড়াও হাতে, গালে ও কপালে আল্পনা আঁকার জন্য চিত্রশিল্পীদের দেখা যায় এ রাস্তায়।

মধ্যরাতে মানুষের উপস্থিতি কম থাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও কিছুটা ঝিমিয়ে পড়েন। অনেক পুলিশ সদস্যদের রাস্তার পাশে, জগন্নাথ হলের অতিথি কক্ষে ও দোকানের সামনের টেবিলে ঘুমিয়ে থাকতে দেখা যায়।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

আ-মরি বাংলা ভাষা এর সর্বশেষ খবর

আ-মরি বাংলা ভাষা - এর সব খবর