thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

সারি ভেঙে শহীদ মিনারে প্রবেশ করলেন দু’মন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১০:২৬:৪৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা লোকে লোকারণ্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজিমপুর মোড়।

সর্বসাধারণ সারিবদ্ধভাবে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এরই মাঝে ঢাকা মহানগর আওয়ামী লীগের ব্যানার নিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে সারি ভেঙ্গে শহীদ মিনার দিকে এগিয়ে যায় শ' খানেক কর্মী।

এর ঠিক পিছনে আরেকটি ব্যানার নিয়ে রেলপথমন্ত্রী মুজিবল হক কর্মীদের নিয়ে সারি ভেঙে শহীদ মিনার দিকে এগিয়ে যান। এ সময় প্রচন্ড ভিড় সামলাতে হিমসিম খেতে হয় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের।

এ প্রসঙ্গে দীর্ঘক্ষণ সারিতে দাঁড়িয়ে থাকা একজন মন্তব্য করেন, ‘নেতারা রাতে ফুল দিয়ে গেছেন। তারপরও বিভিন্ন ব্যানারে সকালে ফুল দিতে এসে আমাদের কষ্ট দিচ্ছেন। আমরা এতোক্ষণ সারিতে দাঁড়িয়ে থেকে ঢুকতে পারছি না। কিন্তু ওনাদের সৌজন্যে কর্মীরা অনায়সে ঢুকে গেল। আসলে আমাদের দেশে সব জায়গাতেই রাজনীতি চলে!’

আরেকজন মন্তব্য করেন, ‘নেতারা এতো ব্যানার সামলান কীভাবে?’

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

আ-মরি বাংলা ভাষা এর সর্বশেষ খবর

আ-মরি বাংলা ভাষা - এর সব খবর