thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সবুজের সায়েন্স ফিকশন ‘কোষ’

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৭:২৩:২০
সবুজের সায়েন্স ফিকশন ‘কোষ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : মেলায় বেরিয়েছে তরুণ লেখক শরীফ উদ্দিন সবুজের সায়েন্স ফিকশন ‘কোষ’। মেঘনা নদীর একটি চরের মানুষেরা কোষের চরিত্র। লেখক জানান, গল্পের মূল চরিত্র শহীদুল্লাহ মুন্সির কাছে আসে একদল কোষ। তাদের নানা জিজ্ঞাসা ও কর্মকাণ্ড নিয়েই এগিয়েছে গল্পের প্রেক্ষাপট। ধ্রুব এষের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে অন্বেষা।

এ ছাড়াও মেলার শেষ সপ্তাহে অন্বেষা বাজারে আনছে তার শিশুতোষ বই- ‘মরুভূমির পিঁপড়া সিউকা’, ‘জিং ঝিনুক ও মিং ঝিনুক’ ও ‘প্রতিরোধ’ নামের তিনটি বই।

প্রকাশিত বই ‘কোষ’ সম্পর্কে সবুজ জানান, ‘কোষ বইটির শুরুতেই গল্পের টান পাঠককে ভেতরে যেতে বাধ্য করে। প্রতিটি লাইন পড়ার পর পাঠকের জানতে ইচ্ছে করে এরপর কী হতে যাচ্ছে, এরপর কী? আর শেষ হলে মনে হয় গল্পটি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এমন অনুভূতি পাঠকদের অনেকেই জানিয়েছে আমাকে।’

সায়েন্স ফিকশনটির বিক্রি সম্পর্কে তিনি বলেন, ‘সায়েন্স ফিকশনের পাঠকপ্রিয়তা ভালো। আমাদের সায়েন্স ফিকশনের পাশাপাশি অনুবাদ সায়েন্স ফিকশনেরও আলাদা চাহিদা আছে। আমাদের দেশে মুহম্মদ জাফর ইকবাল সায়েন্স ফিকশনকে জনপ্রিয় করেছেন। হুমায়ূন আহমেদও এই কৃতিত্বের দাবিদার। সায়েন্স ফিকশন ভালো চলে। প্রকাশকরাও সাহিত্যের এই শাখাটিতে লাভালাভের মুখ দেখছেন।’

কারা সায়েন্স ফিকশন ভালো লিখছেন জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকেই। জাফর ইকবাল ছাড়াও ধ্রুব এষ, মোশতাক আহমেদ, কমলেশ রায়, নাসিম সাহনিক, সেজান মাহমুদসহ অনেকেই ভালো লিখছেন।’

পেশায় সাংবাদিক শরীফ উদ্দিন সবুজের প্রকাশিত বইয়ের অধিকাংশই বিজ্ঞান কল্পকাহিনী। গত মেলায় বের হয়েছিল ‘টারস’। এর আগে ‘তিলি’, ‘মিথ-থ্রি ওয়ান ওয়ান জিরো’ ও ‘লীন হয়ে যায় প্রিয় নগর’ ও পাঠকপ্রিয়তা অর্জন করে। সঙ্গে শিশু-কিশোর গল্পের বইও আছে। প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫টি। অন্য সবকিছুর চেয়ে এই মুহূর্তে সায়েন্স ফিকশন রচনাতেই সিদ্ধহস্ত তিনি।

(দ্য রিপোর্ট/এআর/এপি/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর