thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

১৫ সদস্যের দল ঘোষণা ভারতের

২০১৭ মার্চ ১০ ১২:৩৯:৫৭
১৫ সদস্যের দল ঘোষণা ভারতের

দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে হার ও দ্বিতীয়টিতে জয় পেয়েছে স্বাগতিক ভারত। ফলে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। সিরিজের পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় নির্বাচকরা।

দলে কোন নতুন মুখের জায়গা হয়নি। প্রথমে ১৬ সদস্যের স্কোয়াডে হার্দিক পান্ডে থাকলেও চোটের কারণে তাকে বাদ দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে মোহালিতে অনুশীলনের সময় চোট পান পান্ডে।

এদিকে ইনজুরি কাটিয়ে উঠা রোহিত শর্মা ও মোহাম্মদ সামি দলে ফেরার স্বপ্ন দেখলেও তা পূরণ হলো না।পান্ডেকে বাদ দিয়ে ১৫ সদস্য নিয়েই দল ঘোষণা করেছে বিসিসিআই।

১৬ মার্চ রাঁচিতে পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

১৫ জনের ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, অভিনব মুকুন্দ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, করুন নায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, উমেশ যাদব, কুলদিপ যাদব।

(দ্য রিপোর্ট/এনপিএস/মার্চ ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর