thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

বইমেলায় তারকাদের ফটোগ্রাফ ও অটোগ্রাফ

২০১৪ ফেব্রুয়ারি ২২ ২১:২৩:৪৩
বইমেলায় তারকাদের ফটোগ্রাফ ও অটোগ্রাফ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের চলচ্চিত্র, সংগীত ও নাট্যাঙ্গনের শিল্পীরা শনিবার ভিড় করেন অমর একুশে গ্রন্থমেলায়। সকাল থেকেই একে একে আসতে থাকেন মামুনুর রশীদ, মান্নান হীরা, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শাহনাজ খুশি, প্রাণ রায়, হাফিজুর রহমান সুরুজ, জ্যোতিকা জ্যোতি, আলভী, ফকির আলমগীর প্রমূখ। এ সব তারকাদের ফটোগ্রাফ ও অটোগ্রাফ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন তাদের অনুরাগী ও ভক্তরা।

এ সব শিল্পীরা খুব নীরবে মেলা ঘুরে বাড়ি ফেরার ইচ্ছা নিয়ে আসলেও দর্শকের চোখ ফাঁকি দিতে পারেননি। দেখামাত্রই চারদিক ঘিরে ধরেন তাদের অনুরাগী ভক্তরা। কারও সঙ্গে ফটোগ্রাফ আবার প্রিয় বইয়ে অটোগ্রাফ দেওয়ার মধ্য দিয়ে পুরো সময় অতিক্রম করেন এ সব তারকারা।

এ প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘একটা সময় ছিল যখন চারদিকের মানুষগুলো আঙুল দিয়ে দেখাত তখন এক অসম্ভব ভালোলাগা নিজের ভেতরটাকে বদলে দিত। অভিনয় জগতে এতদিন পার করেছি কিন্তু অনুভূতির জায়গা এতটুকু চির ধরেনি। আসলে মানুষের ভালোবাসাই তো সব!’

জ্যোতিকা জ্যোতি জানান, ‘মানুষের মাঝে না এলে নিজের কার্যক্রমের আউটপুট জানা যায় না। অমর একুশে গ্রন্থমেলায় দর্শকের ব্যাপক সারা পেয়ে নিজেকে আরও ব্যাপকভাবে প্রস্তুতির চেতনা নিয়ে যাচ্ছি।’

দর্শকদের উন্মাদনায় কখনও বিরক্ত হলেও যখন মনে হয় ‘দর্শকরাই তো তারকাখ্যাতির নেপথ্যের সৈনিক, তখন নিমিষেই শান্ত হয়ে যায় দেহ মন’, এভাবে নিজের ভাবনার কথা জানান শাহনাজ খুশী।

ভক্ত-দর্শকদের ভালোবাসায় পুরো মেলা ঘুরে দেখবার সুযোগ না হলেও তাদের মুখে নির্মোহ হাসি দেখে তৃপ্তি পান শহীদুজ্জামান সেলিম।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/এএল/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর