thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগের দুই প্রার্থী বহিষ্কার

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ০১:৩৬:৫৩
ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগের দুই প্রার্থী বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে সরাইল উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের প্রত্যক্ষ ভোটে বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরকে চেয়ারম্যান ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেয় জেলা আওয়ামী লীগ।

কিন্তু এ সিদ্ধান্ত অমান্য করে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জয়নাল উদ্দিন (আনারস) ও সাবেক ছাত্রলীগ নেতা শের আলম (মাইক) ভাইস চেয়ারম্যান প্রার্থী হন। দলীয় নির্দেশ না মানায় ১৩ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় তাদের সরে দাঁড়ানোর আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু এরপরও তারা কর্ণপাত না করায় শনিবার দল থেকে তাদের বহিষ্কার করা হয়।

(দ্য রিপোর্ট/এসকে/এমএইচও/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর