thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

ফের হলিউড ছবিতে দীপিকা!

২০১৭ মার্চ ২১ ২১:২৮:২৪
ফের হলিউড ছবিতে দীপিকা!

দ্য রিপোর্ট ডেস্ক : থ্রিএক্স : দা রিটার্ন অফ জ্যান্ডার কেজের পর সম্ভবত আবার হলিউড ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে এই নিয়ে নাকি থ্রিএক্স ছবির কো-স্টার ভিন ডিজেলের সঙ্গে কথা বলছেন তিনি।

থ্রিএক্স : দা রিটার্ন অফ জ্যান্ডার কেজ ছবিতে দীপিকা পাড়ুকোনের পারফর্ম্যান্সের পর নাকি একাধিক হলিউড ছবির অফার আসছে তার কাছে। চিত্রনাট্যও আসছে মাঝেমধ্যেই। কিন্তু দীপিকা কোনওরকম হঠকারিতা করতে চান না।

তিনি ও তার টিম ছবির জন্য ভিন ডিসেলের মতামত নিচ্ছেন। তার কাছে যেসব চিত্রনাট্য আসছে তা চলে যাচ্ছে ভিনের কাছে। তিনি যদি সম্মতি দেন, তবেই নাকি সেই ছবি হাতে নেবেন দীপিকা।

শোনা যাচ্ছে, হলিউডে ভিন এখন দীপিকার মেন্টর। তাই মেন্টরের মতামত ছাড়া দীপিকা কোনও কাজই করতে চাইছেন না।

ভিন ডিসেল ও দীপিকা পাড়ুকোনের মধ্যে বন্ধুত্ব থ্রিএক্স ছবির আগে থেকেই। ছবি করার সময় বন্ধুত্ব আরও দৃঢ় হয়। সেট থেকে প্রকাশিত একাধিক ছবির ক্ষেত্রে তা দেখা গেছে।

এমনকী ভিন যখন ভারতে এসেছিলেন, তখনও দীপিকা ও তার বন্ধুত্বের কথা বলে গেছেন। তাদের সম্পর্ক নিয়ে অনেকসময় অনেক গুজব রটেছে। কিন্তু দু'জনেই বলেছেন, তারা শুধু বন্ধু।

(দ্য রিপোর্ট/এফএস/মার্চ ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর