thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বাজেটে ৫শ’ কোটি টাকা বরাদ্দ চায় বিএইচবিএফসি

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২০:৩৭:৩৩
বাজেটে ৫শ’ কোটি টাকা বরাদ্দ চায় বিএইচবিএফসি

সোহেল রহমান, দ্য রিপোর্ট : তহবিল সংকট মোকাবেলায় সরকারের কাছে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটসহ প্রতিবছর বাজেটে ৫শ’ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন’ (বিএইচবিএফসি)।

অর্থ বরাদ্দ চেয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আলম তালুকদার স্বাক্ষরিত একটি চিঠি সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, চলতি অর্থবছরে করপোরেশন বরাবর প্রায় ১ হাজার কোটি টাকার ঋণ চাহিদা রয়েছে। এর বিপরীতে করপোরেশনের পক্ষ থেকে ৫শ’ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু তহবিল সংকটে ঋণ মঞ্জুর ও বিতরণ কোনোটাই সম্ভব হচ্ছে না।

এদিকে তহবিল সংকট থাকলেও জেলা ও উপজেলা পর্যায়ে আবাসন ঋণের ব্যাপক চাহিদা থাকায় গত অর্থবছরে (২০১২-১৩) কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল ও সিরাজগঞ্জে চারটি নতুন আঞ্চলিক কার্যালয় খুলেছে বিএইচবিএফসি।

চিঠিতে মো. নূরুল আলম তালুকদার জানান, তহবিল সংকটের কারণে সংস্থার কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। ইতোমধ্যে সংস্থার পক্ষ থেকে ২৪৫ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হলেও অর্থছাড় করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া আরও ২৭৮ কোটি টাকার ঋণ মঞ্জুরের অপেক্ষায় রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক করপোশেনের একটি সূত্র জানায়, তহবিল সংকট মোকাবেলায় ইতঃপূর্বে প্রধানমন্ত্রীর গৃহায়ণ তহবিল থেকে ২শ’ কোটি টাকা বরাদ্দ চাওয়া হলেও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুকূল সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া তহবিল সংগ্রহের ক্ষেত্রে বিদ্যমান মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সরকারি গ্যারান্টিযুক্ত ১শ’ ডিবেঞ্চার ক্রয়েও বাংলাদেশ ব্যাংকের অনুমতি পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর