thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

মিরপুর থেকে অপহৃত শিশু কালিয়াকৈরে উদ্ধার

২০১৩ অক্টোবর ০৮ ১৫:৫৪:৫১
মিরপুর থেকে অপহৃত শিশু কালিয়াকৈরে উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা : রাজধানীর মিরপুর এলাকা থেকে অপহৃত তিন বছরের শিশু মাহিদকে (৩) মঙ্গলবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিনহাটী থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় ছেলেধরা চক্রের এক সদস্যকে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

সোমবার বিকেলে মিরপুর মাজাররোড থেকে শিশুটিকে অপহরণ করা হয় বলে অপহরণকারীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হরিনহাটী এলাকার এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পাশে অপহরণকারী মঞ্জুরুল ইসলামকে (৩৮) সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তার সঙ্গে থাকা চটের বস্তার ভেতর একটি শিশুর মাথা দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী মঞ্জুরুলকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

কালিয়াকৈর থানার এএসআই তোফায়েল আহম্মদ জানান, অপহরণকারী মঞ্জুরুল ইসলাম (৩৮) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার বানিয়াপাড়া গ্রামের মৃত রহুল আমীনের ছেলে। তিনি ঢাকার উত্তরার বাড্ডাতে রাজমিস্ত্রীর কাজ করেন।

তিনি আরো জানান, সোমবার বিকেলে মিরপুর মাজাররোড থেকে শিশুটিকে অপহরণ করে পঞ্চগড়ের উদ্দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। মঙ্গলবার ভোর ৫টায় হরিনহাটী থেকে তাকে উদ্ধার করা হয়।

শিশুটির অভিভাকদের খুঁজে বের করতে রাজধানীর মিরপুর থানার সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/অক্টোবর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর