thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

আবার ফিরতে পারেন ইউনিস খান!

২০১৭ এপ্রিল ২২ ১৫:১৬:২৭
আবার ফিরতে পারেন ইউনিস খান!

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার ইউনিস খান অবসরের ঘোষণা দিয়েছেন কিছুদিন আগেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের পরেই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এমনটাই কথা ছিল। তবে এখন আবার ইউনিসের কন্ঠে উল্টো স্বরই শোনা যাচ্ছে। দলের প্রয়োজনে তিনি এখনও খেলতে রাজি। শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভক্তরা অনুরোধ করলেই নিজের সিদ্ধান্ত বদলাবেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভক্তরা চাইলে আবার ফিরবেন ইউনিস এমনটাই জানান তিনি নিজে। ‘যদি তারা (বোর্ড) ও মানুষজন অনুরোধ করে, তাহলে কেন নয়? তবে সবকিছু নির্ভর করছে আমার দলের ওপর। দেশের দরকারে অবশ্যই বিষয়টি বিবেচনা করব।’-বলেন তিনি।

পাকিস্তান ক্রিকেটে আসলে এমন ঘটনা মোটেও অসম্ভব নয়। এর আগে শহীদ আফ্রিদিও বেশ কয়েকবার অবসরের সিদ্ধান্ত জানিয়ে ফিরে এসেছিলেন। জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে এখন সেই পথেই হাঁটছেন ইউনিস খানও।

যদিও শুরুতে ইউনিস জানিয়েছিলেন সঠিক সময়েই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘সঠিক সময়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার মতে মানুষের মুখ থেকে সরে যাও কথাটা উঠার আগেই অবসর নেওয়া উচিত, যখন মানুষ বলে থেকে যাও।’

পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০,০০০ রান থেকে মাত্র ২৩ রান দূরে থাকা এই ব্যাটসম্যান নিজের অবসর সিদ্ধান্ত নিয়ে পুনরায় ভাবতে শুরু করেছেন। এক সাক্ষাৎকারে ইঙ্গিতও দিয়েছেন অবসর ভেঙে ফেরার।

(দ্য রিপোর্ট/এনপিএস/এপ্রিল ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর