thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

নোয়াখালীর সদর উপজেলা নির্বাচনে ত্রিমুখী লড়াই

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৪:১০:৫৩
নোয়াখালীর সদর উপজেলা নির্বাচনে ত্রিমুখী লড়াই

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী থাকলেও লড়াই হবে ত্রিমুখী। উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থীরা ভোটযুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন। এদের মধ্যে বিএনপি প্রার্থী মাহবুব আলমগীর আলো (টেলিফোন), আওয়ামী লীগের প্রার্থী শিহাব উদ্দিন শাহীন (মোটরসাইকেল) ও আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী এমএইচ শওকত রেজা আরমান চৌধুরী (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি।

ইতোমধ্যে আওয়ামী লীগের জেলা কমিটি এমএইচ শওকত রেজা আরমান চৌধুরী ও এএনএম মনিরুজ্জামানকে দল থেকে বহিষ্কার করেছে।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে লড়াই হবে জাপা সমর্থিত মো. আমির হোসেন রহিম (টিউবওয়েল) ও বিএনপি সমর্থিত অধ্যাপক লিয়াকত আলী খানের (মাইক) মধ্যে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত শামীমা আক্তার (সেলাইমেশিন), আওয়ামী লীগের নিলুফা মোমিনের (কলস) সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

এদিকে, আওয়ামী লীগের বহিষ্কৃত এএনএম মনিরুজ্জামান বেশ আলোচনায় রয়েছেন। নির্বাচনে জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে কোনো প্রার্থী না দেওয়ায় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুবিধাজনক অবস্থায় রয়েছেন।

বিএনপির চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমগীর আলো একক প্রার্থী হওয়ায় ১৯ দলীয় জোটের নেতাকর্মীরা ঘরে ঘরে ভোট চাচ্ছেন। আওয়ামী লীগের বহিষ্কৃত শওকত রেজা চৌধুরী আরমান তার নিজ এলাকা সদর-পশ্চিমাঞ্চলে আঞ্চলিকতার টানে ভোটের মাঠে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

(দ্য রিপোর্ট/ওইউএম/ইইউ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর