thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ছোটদের মেলার সেরা বইয়ের পুরস্কার

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৮:৪১:৫১
ছোটদের মেলার সেরা বইয়ের পুরস্কার

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা ২০১৪-এর প্রকাশিত শিশুসাহিত্যের সেরা বইকে পুরস্কার দেবে ছোটদের মেলা। উপন্যাস, গল্প, ছড়া-কবিতা, মুক্তিযুদ্ধ, সেরা আঁকিয়ে, প্রথম বই, কল্পবিজ্ঞান, তরুণ লেখক ও জীবনী-পরিবেশসহ অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

ছোটদের মেলার প্রধান নির্বাহী আবু হাসান শাহীন দ্য রিপোর্টকে বলেন, ‘একটু বিরতি নিয়ে আমরা তৃতীয়বারের মতো এই পুরস্কার দিতে যাচ্ছি। শিশুসাহিত্য নিয়ে যারা আন্তরিকভাবে কাজ করে চলেছেন তাদের এ কাজে উৎসাহ দেয়াই আমাদের মূল লক্ষ্য। ৩ কপি বই জমা দিয়ে যে কেউ আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হতে পারেন।’

তিনি জানান, ২৭ ফেব্রুয়ারির মধ্যে বই জমা দিতে হবে। এরপর বাছাই শেষে মার্চের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিশিষ্টজনদের উপস্থিতিতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। বই জমা দিতে হবে ‘ছোটদের মেলা’র স্টলে। বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু কর্নারের ৪৫৯ নম্বর স্টলে।

প্রসঙ্গত, এর আগে দেশের শীর্ষস্থানীয় শিশুসাহিত্যিকরা এই পুরস্কার পেয়েছেন। তারই ধারাবাহিকতায় এবারও এ পুরস্কার দেয়া হবে।

(দ্য রিপোর্ট/এআর/কেএম/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর