thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

শেষ হলো অগ্নিনির্বাপণ পণ্যের প্রদর্শনী মেলা

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২২:২৮:২০
শেষ হলো অগ্নিনির্বাপণ পণ্যের প্রদর্শনী মেলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভবন ও অগ্নিনিরাপত্তায় তিনটি চ্যালেঞ্জ চিহ্নিত করার মাধ্যমে শেষ হলো- দেশের প্রথমবারের মতো অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি ও নিরাপত্তা বিষয়ক পণ্যের প্রদর্শনী মেলা।

অগ্নিনিরাপত্তায় চিহ্নিত চ্যালেঞ্জগুলো হলো-অদক্ষ ব্যবস্থাপনা, মধ্যম স্তরের ব্যবস্থাপকদের নেতিবাচক মানসিকতা ও অদক্ষ শ্রমিক।

সোমবার সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা এ সব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে অ্যালায়েন্সের ইডি এম রবিন জানান, প্রদর্শনীতে ৮০০টি কারখানা, ৪০টি ইঞ্জনিয়ারিং এবং ম্যাটেরিয়াল কোম্পানির ২ হাজার ৬০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এতে ভবন ও অগ্নিনিরাপত্তার উপকরণ নিয়ে ৫৩টি স্টল অংশ নেয়।

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, ‘তৈরি পোশাক খাত থেকে রপ্তানির শতকরা ৮০ শতাংশ অর্জিত হয়। এ খাতের শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আশা করছি, এ প্রদর্শনীর মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ তৈরি সহায়ক হবে।

হোটেল সোনারগাঁওয়ে ২৩ ফেব্রুয়ারি প্রদর্শনী শুরু হয়। ক্রেতা সংগঠন অ্যাকোর্ড, এলায়েনন্স, টিএ্যান্ডএফ ফাউন্ডেশন, আইএফসি ও বিজেএমইএ সম্মিলিতভাবে এ মেলার আয়োজন করে ।

(দ্য রিপোর্ট/এআই/একে/এএল/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর