thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কুমিল্লায় মঙ্গলবারের হরতাল প্রত্যাহার

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ০৩:১৩:০৫
কুমিল্লায় মঙ্গলবারের হরতাল প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ৯টি উপজেলায় জেলা ছাত্রদল ও যুবদলের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর-রশিদ ইয়াছিন দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার এসএসসি পরীক্ষা থাকায় হরতাল প্রত্যাহার করে নেয়া হয়েছে।

হরতালের আওতাভুক্ত উপজেলাগুলো ছিল- কুমিল্লা সদর, সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় ১৮ দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে ছাত্রদলকর্মী দেলোয়ার হোসেন (২৫) নিহত হন। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযুক্ত জেলা (দক্ষিণ) যুবদলের সভাপতি অমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন, জেলা ছাত্রদলের সাভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সারসহ জেলা যুবদল ও ছাত্রদলের ১১ নেতাকর্মী হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিক আহমেদ তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর প্রতিবাদে জেলা ছাত্রদল ও যুবদল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে।

(দ্য রিপোর্ট/জেপি/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর