thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

গণপিটুনিতে বনদস্যুর মৃত্যুর ঘটনায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

২০১৩ নভেম্বর ০৭ ১১:৪৩:৪৬
গণপিটুনিতে বনদস্যুর মৃত্যুর ঘটনায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা সংবাদদাতা : সুন্দরবনের বনদস্যু আলীম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুর রহমান গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগর থানার উপপরিদর্শক তারিকুল ইসলাম বুধবার গভীর রাতে বাদী হয়ে অজ্ঞাতনামা তিন-চার হাজার গ্রামবাসীর নামে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক) তারক চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কদমতলা ফরেস্ট স্টেশন এলাকায় আসে বনদস্যু আলীম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুর রহমান, সহযোগী ফেরদৌস গাজী ও বংশীপুরের আব্দুর রাজ্জাক গাজী। এ সময় গণপিটুনিতে নিহত হন সিদ্দিকুর রহমান। আহত হন ফেরদৌস ও রাজ্জাক নামে দুই বনদস্যু।

(দিরিপোর্ট২৪/এফএস/এএস/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর