thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ ভূমিহীন পরিবার

২০১৭ মে ২০ ২০:২৭:০৬
নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ ভূমিহীন পরিবার

নীলফামারী প্রতিনিধি : অগ্নিকাণ্ডে নীলফামারী সদরের পলাশবাড়িতে ভুমিহীন ১১টি পরিবারের ২২টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় নয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২০ মে) দুপুরে পলাশবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিসামত ভুটিয়ান কালিরডাঙ্গায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়সূত্র জানিয়েছে, সেখানকার চিত্তরঞ্জনের রান্না ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ওই এলাকার ১১টি পরিবারের বাড়ি-ঘর, আসবাবসহ রক্ষিত মালামাল ভস্মিভূত হয়।

নীলফামারী ফায়ার সার্ভিস টীম লিডার আবুল কাশেম দেওয়ান জানিয়েছেন, অগ্নিকাণ্ডে চিত্তরঞ্জন ছাড়াও নিপেন্দ্র নাথ রায়, নয়ন, রতন কুমার রায়, কালিদাস, লালু, রতন কুমার, জানু বালা, সরু বালা, বুদুরাম রায় ও অধর চন্দ্র রায়ের ১টি শোবার ঘর ও ১টি করে রান্না ঘর ভস্মিভূত হয়।

পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব নুর ইসলাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা খাসজমিতে বসবাস করতেন। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের জনপ্রতি নগদ ৫০০ টাকা করে অর্থ সহায়তা দিয়েছেন।

(দ্য রিপোর্ট/একেএ/এজে/মে ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর