thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত ১৪

২০১৭ জুন ১৩ ১০:৪৫:০৫
রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত ১৪

রাঙ্গামাটি প্রতিনিধি : প্রবল বর্ষণের কারণে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় পাহাড় ধসে ১৪ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে রাঙ্গামাটি শহরের ভেদভেদি এলাকায় ১১ জন ওকাপ্তাই উপজেলায়৩ জন মারা গেছেন। তবে মৃত ব্যক্তিদের পরিচয়ের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছে।

সোমবার থেকে টানা বৃষ্টির কারণে মঙ্গলবার (১৩ জুন) সকালে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মং কে চিং মার্মা সাগর দ্য রিপোর্টকে বলেন, রাঙ্গামাটিতে পাহাড় ধসের কারণে ১১ জন ওকাপ্তাই উপজেলায়৩ জন মারা গেছেন। তাদের সবাইকেরাঙামাটি সদর হাসপাতালে আনা হয়েছে।

এদিকে রাঙ্গামাটি শহরের ভেদভেদি এলাকার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রচণ্ড বৃষ্টির কারণে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় পাহাড় ধস হয়েছে। এতে রাঙ্গামাটি শহরে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া মূল সড়কের কয়েকটি রাস্তার মাটি সড়ে যাওয়ায় সেখানেও রাস্তা ধসে পড়ার উপক্রম হয়েছে। পাহাড় ধসের কারণে ঘরবাড়ি রক্ষায় শহরের বিভিন্ন এলাকায় রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও পৌরসভা কাজ চালিয়ে যাচ্ছে।

এছাড়া অবিরাম বর্ষণের কারণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দেওয়ায় লোকজনকে নিরাপদে সরে যেতে মাইকিং করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/এনটি/জুন ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর