thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে ভিক্ষুকের হাতে ভিক্ষুক খুন

২০১৭ আগস্ট ২৫ ১৫:২২:১৯
রাজধানীতে ভিক্ষুকের হাতে ভিক্ষুক খুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের এক নং প্লাটফর্মের উপরে নাজমুল (২০) নামের এক ভিক্ষুকের ছুরিকাঘাতে রাবেয়া (২৫) নামের এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা অপর ভিক্ষুক স্বপ্না ও শাওন জানায়, বেলা ১২টার দিকে স্টেশনের উপরে ঝগড়া ওই দুজনের মধ্যে। একপর্যায়ে রাবেয়ার পেটে ছুরিকাঘাত করে নাজমুল।

স্বপ্না আরও জানায়, রাবেয়াকে ছুরি মারার পর লোকজন এগিয়ে আসলে তাদেরকেও ছুরি মারতে তেড়ে আসে নাজমুল। এবং বলে আমার বৌকে আমি মেরেছি তোদের কি। পরে লোকজন তাকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানায়, নাজমুল নামের এক ভিক্ষুক গত দুই মাস আগে মাজারকে সাক্ষী রেখে বিয়ে করে রাবেয়াকে। ঝগড়ার একপর্যায়ে রাবেয়াকে সে ছুরিকাঘাত করে। নাজমুলকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/আগস্ট ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর