thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ঢামেকে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

২০১৭ আগস্ট ২৬ ১০:২২:২২
ঢামেকে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বংশালের আলুবাজারে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসা. মনীরা (২১) নামে এক গৃহবধূ মারা গেছেন।

শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।

মনীরার মামা আমির হোসেন জানান, গত ২২ আগস্ট স্বামীর বাড়ী বংশাল থানাধীন আলুবাজার, কাজী উসমান গনি রোডের ৭৮/এ, নম্বর বাসায় রান্না ঘরের চুলা থেকে শরীরে আগুন লেগে দগ্ধ হয় মনিরা। এ সময় স্বামী আগুন নিভাতে গেলে তার বাম হাতও সামান্য দগ্ধ হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

এদিকে মনীরার মামা ইউসুফ হোসাইন দাবি করেন, তাকে হত্যা করা হয়েছে। দেড়বছর আগে ভাগনির বিয়ে হয়। বিয়ের কয়েক দিনের মাথায় শরিফ মনিরাকে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাশদগাঁও গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেন। এর পর থেকে তাদের সঙ্গে কোন যোগাযোগ ছিল না।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/আগস্ট ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর