thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

১৮ হজ এজেন্সির ব্যবস্থাপনায় অনিয়ম, অনুসন্ধানে দুদক

২০১৭ আগস্ট ৩১ ১৪:৩৮:১৬
১৮ হজ এজেন্সির ব্যবস্থাপনায় অনিয়ম, অনুসন্ধানে দুদক

দ্য রিপোর্ট প্রতিবেদক : হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রণব কুমার ভট্টাচার্য জানান, ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এজেন্সিগুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক জুলফিকার আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি তদারক করবেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের জানান, এবার ভিসা পেয়েও হজে যেতে না পারা ৯৮ জন হজযাত্রী ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ বিষয়ে হজ অফিসের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর