thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সাভারে স্কুল ছাত্রীকে গণধর্ষনের অভিযোগ, আটক ১

২০১৭ সেপ্টেম্বর ০১ ১১:২৩:৩৫
সাভারে স্কুল ছাত্রীকে গণধর্ষনের অভিযোগ, আটক ১

সাভার প্রতিনিধি : সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ি এলাকায় একলাকায় যুবলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে গণধর্ষনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে বিরুলিয়া ইউনিয়নের সেনাবাহিনীর প্রশিক্ষন এলাকায় (বোমকা) এ গণধর্ষনের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ রাতেই বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তানভীর মন্ডল (৩০) নামে একজনকে আটক করেছে।

অভিযুক্ত ধর্ষনকারীরা হলো- বিরুলিয়া ইউনিয় যুবলীগের সভাপতি হামিদ মন্ডল, উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম মন্ডলের ভাই মোহসীন মন্ডল, জুয়েল মন্ডল, তাদের মামাতো ভাই তানভীর মন্ডল ও পারভেজ।

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, বৃহস্পতিবার বিকেলে শরীফ নামে এক বন্ধুর সঙ্গে বিরুলিয়া ইউনিয়নের বোমকা এলাকায় ঘুরতে যান। এ সময় তানভির ও পারভেজ তাদের গতিরোধ করে শরীফকে মারধর করে। পরে ওই ছাত্রীকে চোখ বেঁধে পাশের একটি জঙ্গলে নিয়ে কয়েকজন মিলে ধর্ষন করে। এ সময় ওই ছাত্রীর চোখ বাঁধা থাকলেও তিনি হামিদ মন্ডল, মোহসীন মন্ডল ও জুয়েল মন্ডলের নাম শুনতে পান এবং ঘটনাস্থলে তাদের উপস্থিতিও বুঝতে পারেন।

স্কুল ছাত্রীর মামাতো ভাই ফরিদ শিকদার জানান, তার বোন বন্ধু শরীফকে নিয়ে বাগ্নিবাড়ি বোমকা এলাকায় বেড়াতে যায়। যুবলীগ হামিদ মন্ডলসহ অভিযুক্তরা শরীফকে বেধরক পিটিয়ে আহত করে এবং স্কুল ছাত্রীকে পাশের একটি জঙ্গলে নিয়ে গণধর্ষন করে পালিয়ে যায়।

ওই ছাত্রীর বাবা অটোচালক দ্বীন ইসলাম জানান, আমার মেয়ের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তা যেন অন্য কোন মেয়ের সঙ্গে আর না ঘটে। সে জন্য আমি ধর্ষনকারীদের কঠোর শাস্তির দাবি করছি।

এদিকে যুবলীগ নেতাদের হাতে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিরুলিয়া এলাকার স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া যুবলীগ নেতার ভাইয়েরা গণধর্ষণের সঙ্গে জড়িত থাকায় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন এঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছেন।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামছুল নাহার বলেন, ধর্ষণের স্বাকীর ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টাফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। তবে মেয়েটির আগে বিয়ে হয়েছিল। কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। সে গণধর্ষনের শিকার কিনা তা পরীক্ষা নিরীক্ষার পরই জানা যাবে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির বলেন, ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। ইতিমধ্যে লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনাসহ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর