thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মিরপুরে র‌্যাবের অভিযান

বোনের আত্মসমর্পণ, সময় চেয়েছেন আবদুল্লাহ

২০১৭ সেপ্টেম্বর ০৫ ১৩:১১:৩৬
বোনের আত্মসমর্পণ, সময় চেয়েছেন আবদুল্লাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার ভাঙা দেয়াল এলাকার জঙ্গি আস্তানার ভেতর থেকে জঙ্গি আবদুল্লাহর বোন আত্মসমর্পণ করেছে। এখন তাকে দিয়ে আবদুল্লাহকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হচ্ছে। র‌্যাবের সঙ্গে সমঝোতার জন্য আবদুল্লাহ সময় চেয়েছেন বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেনজির আহমেদ ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

বেনজীর আহমেদ বলেন, ‘জঙ্গি আস্তানার ভেতর নারী-শিশুসহ সাতজন আছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন জঙ্গি আব্দুল্লাহ ও তার দুইসহযোগী ভেতরে আছে। জঙ্গি আবদুল্লাহ বাড়িটি ভাড়া নিয়ে আস্তানা তৈরি করে। সেখানে সাত জঙ্গি অবস্থান করছে। আমরা তাদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি।’

আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে অক্ষত অবস্থায় বের করে আনতে চায়। আর এ কারণেই অভিযানে দেরি হচ্ছে বলেও জানান র‍্যাব প্রধান।

তিনি আরও বলেন, ‘টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি বেসরকারি বিশ্বিবদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে গ্রেফতার করা হয় সোমবার রাতে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এখানে (দারুস সালাম) অভিযান চালানো হয়। বাসাটির পঞ্চম তলায় সন্দেহভাজন ব্যক্তি তার দুইসহযোগীসহ অবস্থান করছে। এরপর র‍্যাব অভিযান শুরু করে। বাড়িটির ২৪ ফ্ল্যাটের মধ্যে ২৩টি থেকে থেকে নারী শিশুসহ ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে পুরুষ ২৬,নারী ২৪ ও ১৫টি শিশু রয়েছে।

তিনি বলেন,‘এখন পযন্ত তার নাম জানা গেছে আব্দুল্লাহ। তবে অভিযান শেষ হলে সঠিক পরিচয় জানা যাবে। আমরা তাকে আত্মসমার্পণের জন্য ফোনে বারবার যোগাযোগ করছি। ইতিমধ্যে আমরা বাড়িটির গ্যাস,বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যখন অভিযান চালাই রাতে তখন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভেতরে ৫০টির মতো আইডি আছে আব্দুল্লাহ স্বীকার করছে। তার কাছে পিস্তালও থাকতে পারে। রাতে গুলির ঘটনাও ঘটেছিল। সেজন্য আমরা সতর্ক হয়ে অভিযান চালাচ্ছি।’

র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ‘আব্দুল্লাহর বোন ফ্ল্যাট থেকে বের হয়ে এসেছে। সে আমাদের কাছেই আছে। আমরা আব্দুল্লাহকে আত্মসমর্পণ করানোর জন্য চেষ্টা করছি। বোন ঈদের আগে এই বাসায় বেড়াতে এসেছিল।’

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর