thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মিরপুরে ‘জঙ্গি আস্তানায়’ নিহতরা পুড়েই মারা গেছে

২০১৭ সেপ্টেম্বর ০৭ ১৫:১৮:০৪
মিরপুরে ‘জঙ্গি আস্তানায়’ নিহতরা পুড়েই মারা গেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের দারুস সালামে সন্দেহজনক ‘জঙ্গি আস্তানায়’ আত্মঘাতী রাসায়নিক বোমা বিস্ফোরণে নিহত ৭ জনের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। বোমা বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে পুড়েতারা মারা গেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টার দিকে শুরু করে পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ লাশেগুলোর ময়নাতদন্ত শেষ করেন।

ময়না তদন্ত শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, লাশের শরীর থেকে ডিএনএ নমুনার জন্য হাড় সংগ্রহ করা হয়েছে। লাশের নমুনা দেখে মনে হচ্ছে বোমা বিস্ফোরণে সৃষ্ট আগুনে পুড়ে তারা মারা গেছে। লাশের ধ্বংসাবশেষ থেকে বোমার স্প্লিন্টার, লোহার টুকরা, টিনের টুকরা ও টর্চ লাইটের কিছু অংশ পাওয়া গেছে।

ময়না তদন্তের সময় ডা. সোহেল মাহমুদের সঙ্গে ছিলেন প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ও ডাঃ কবির বিশ্বাস।

এর অগে জঙ্গি আস্তানা সন্দেহে সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টা থেকে ঘিরে ফেলা হয় রাজধানীর মিরপুরের মাজার রোডে বাঁধন সড়কের বর্ধনবাড়ি এলাকার ভাঙ্গাওয়াল গলির ছয়তলা বিশিষ্ট ওই বাড়িটি। বাড়িটিতে দুই স্ত্রী, সন্তান ও সহযোগীসহ দুর্ধর্ষ জঙ্গি আব্দুল্লাহ অবস্থান করছিল। সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরকও মজুদ করে রাখা হয়েছিল। পরবর্তীতে তাদের আত্মসমর্পণ করার কথা থাকলেও মঙ্গলবার রাত ১০টার দিকে রাসায়নিক বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণ সন্দেহভাজন জঙ্গিদের দেহ পুড়ে কয়লা হয়ে গেছে। আসবাবগুলোর মাঝে ৭টি মাথার খুলি আর কিছু হাড় পাওয়া গেছে। হাড়-খুলি গুনে সাতজন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে র‌্যাব। তবে ছোট মাথার খুলি ছাড়া অন্যান্য খুলি দেখে বোঝার উপায় নেই কোনটা করা।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর