thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

মানুষের দাঁত বসিয়েছে রোবট

২০১৭ সেপ্টেম্বর ২৪ ১০:১১:৪৩
মানুষের দাঁত বসিয়েছে রোবট

দ্য রিপোর্ট ডেস্ক : মানব-সহায়তা ছাড়াই চীনে তৈরি রোবট মানুষের মাড়িতে অস্ত্রোপচার করে নতুন দাঁত বসিয়েছে।

বিশ্বে এটাই প্রথম রোবটের হাতে অস্ত্রোপচারের মাধ্যমে নতুন দাঁত বসানোর ঘটনা বলে দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। খবর- যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের।

চীনের শানছি প্রদেশে জিয়ান শহরে এক নারী কৃত্রিম দাঁত বসানোর কাজটি রোবটের হাতে ছেড়ে দেন।

অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন ফোর্থ মিলিটারি মেডিকেল ইউনিভার্সিটির স্টোমেটোলজিকাল হাসপাতালের চিকিৎসকরা।

হাসপাতালটির চিকিৎসক জাও ইমিন সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, কোনো ধরনের ভুল না করে দাঁতের অস্ত্রোপচার সফলভাবে করার জন্যই রোবটটি তৈরি করা হয়।

তিনি বলেন, এক ঘণ্টার অস্ত্রোপচারটি রোবটের মাধ্যমেই হয়। চিকিৎসকরা উপস্থিত থাকলেও তাদের কোনো সক্রিয় সহায়তা করতে হয়নি।

রোবটটি তৈরি করেন বেইজিংয়ের বেইহাং ইউনিভার্সিটির গবেষকরা।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর