thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

২০১৭ সেপ্টেম্বর ২৮ ১৫:১৮:২৪
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : পাঁচ বছর আগে দাম্পত্যকলহের জের ধরে ঢাকার আদাবরে স্ত্রী চন্দনা খাতুনকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। সর্বোচ্চ সাজার পাশাপাশি স্বামী সাজু মিয়া সাধনকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ দায়রা জজ অদালতের বিচরক মশিউর রহমান চৌধুরী এই রায় ঘোষণা করেন। এ সময় সাজু মিয়া কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বিচারক ফাঁসির রায় ঘোষণার সময়ও তাকে নির্বিকার দেখা যায় বলে আইনজীবীরা জানিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, হত্যাকাণ্ডের সময় চন্দনার বয়স ছিল ২২ বছর। তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে পড়তেন। স্বামীর সঙ্গে আদাবর শেখেরটেক এলাকার এক বাড়িতে তিনি সাবলেট থাকতেন। স্বামী পেশায় দর্জি ছিলেন।

আদালতের পেশকার মাসুদুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাদিপক্ষে মোট ৯ জনের সাক্ষ্য শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বিচারক।

উল্লেখ্য, ২০১২ সালের ১৪ মে রাতে ঝগড়াঝাটির একপর্যায়ে চন্দনাকে খুন করেন সাজু। তিনি পালিয়ে যাওয়ার সময় ওই বাসার ভাড়াটিয়া মাহবুব হোসেন তাকে দেখে ফেলেন।

হত্যাকাণ্ডের পরদিন চন্দনার বাবা মোশারফ হেসেন আদাবর থানায় এই মামলা দায়ের করেন। ২৭ মে মোহাম্মদপুরের তাজমহল রোডে অভিযান চালিয়ে ৩৩ বছর বয়সী সাজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর